Collection Anupam Roy
Hariye Jao Jodi Bhire Lyrics (হারিয়ে যাও যদি ভিড়ে) Lyrics
Lyrics Forest 1161
Hariye Jao Jodi Bhire Lyrics (হারিয়ে যাও যদি ভিড়ে) lyrics (Primary language)
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
রাস্তা শেষ হলে বাড়ি, তুমি
অপেক্ষা আমারই,
তোমার বালিশের কাছে
অভিমানেরা আজও বাঁচে।
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে।।
ফিরে আসা খড়কুটো
সাথে নিও ইচ্ছে হলে,
না লেখা যতো গল্পেরা
তোর দুচোখ দিচ্ছে বলে,
ভালোবাসা আটকাতে
স্মৃতির ধরনা চৌকাঠে।
দাঁড়িয়ে যেও মাঝপথে
শেষটুকু যদি নাই থাকে ..
দেরি করোনা আর প্রিয়
আমাকে সাথে নিও,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে ..
Hariye Jao Jodi Bhire Lyrics (হারিয়ে যাও যদি ভিড়ে) lyrics in English
Hariye jao jodi bhire
Ashar chesta koro phire
Rasta sesh hole bari
Tumi opekkha amari
Tomar balisher kache
Obhimanera aajo banche
Tumi ghumole duwarer aalo
Nibhiye dite pari
Phire asha khorkuto
Sathe niyo icche hole
Na lekha joto golpera
Tor duchokh dicche bole
Valobasha aatkate
Smritir dhorna choukathe
Dariye jeyo majh pothe
Sesh tuku jodi nai thake
Deri korona aar priyo
Amake sathe niyo
Brishti tomar thikana
Meghera sudhu amari