Porer Jibone Tomar Hobo (পরের জীবনে তোমার হবো) lyrics (Primary language)
জেনেতো গেছি তোমার
পছন্দ কি কেমন ?
মনের মতো হবো
চাইছো যেমন তেমন।
আরও বেশি ভালোবেসে
হবোই তোমার আপন।
এ জীবনে থাক
পরের জীবনে তোমার হবো,
কথা দিলাম ঠিক
তোমার প্রতীক্ষায় রবো।।
মিছে আর
সময়ের পিছে ঘুরে লাভ কি,
তোমার মতো দিন শেষে
আমিও হয়ে যাই দুখী।
মুছে ফেলে স্মৃতি সব
করবোনা অনুভব,
তোমাকে পর ভেবে নেবো।
আরও বেশি ভালোবেসে
হবোই তোমার আপন।
এ জীবনে থাক
পরের জীবনে তোমার হবো,
কথা দিলাম
ঠিক তোমার প্রতীক্ষায় রবো।।
চাঁদ মেঘে ঢেকে থাক
স্মৃতি দিক উঁকি,
থাকবো একা তবু হবোনা
তোমার মুখোমুখি।
হৃদয়ের ক্ষত দাগ
করবোনা কভু ভাগ,
নিজেকে নিজে পোড়াবো।
আরও বেশি ভালোবেসে
হবোই তোমার আপন।
এ জীবনে থাক
পরের জীবনে তোমার হবো,
কথা দিলাম ঠিক
তোমার প্রতীক্ষায় রবো।।
Jeneto gechi tomar
Pochondo ki kemon
Moner moto hobo
Chaicho jemon temon
Aaro beshi valobeshe
Hoboi tomar apon
E jibone thak
Porer jibone tomar hobo
Kotha dilam thik
Tomar protikkhay robo
Michey aar somoyer pichu ghure labh ki
Tomar moto din seshe
AMio hoye jai dukhi
Muche fele smriti sob korbona anubhob
TOmake por vebe nebo
Aaro beshi valobeshe
Hoboi tomar apon
Chand meghe dheke thak
Smriti dik unki
Thakbo eka tobu hobona
Tomar mukhomukhi
Hridoyer khoto daag
Korbona kobhu bhaag
Nijeke nije porabo