Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Nayanabhiram Mor (নয়নাভিরাম মোর) Lyrics - Anindita Chatterjee

Collection Anindita Chatterjee

Nayanabhiram Mor (নয়নাভিরাম মোর) Lyrics

 Sayandweep   867


Nayanabhiram Mor (নয়নাভিরাম মোর) lyrics (Primary language)
Nayanabhiram Mor (নয়নাভিরাম মোর) lyrics in English

নয়নাভিরাম মোর নয়নাভিরাম

এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,

এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম

এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম,

এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম।। 

 

দক্ষিনেশ্বরে তব লীলা কিবা মনোহর

কভু শ্যামা রূপ ধরো, কভু সাজো শংকর,

দক্ষিনেশ্বরে তব লীলা কিবা মনোহর

কভু শ্যামা রূপ ধরো, কভু সাজো শংকর,

শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর

ধূলায় লুটায় বলো কোথা নব ঘন শ্যাম। 

নয়নাভিরাম মোর নয়নাভিরাম

এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,

এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম।। 

 

পঞ্চবটীর তীরে জাহ্নবী কিনারায়

যেঁচে প্রেম বিলাইলে ডাকে ওরে আয় আয়,

ভকত কুসুমও যত আনিলে আপন সাথ

নন্দন কাননে সন্দুর পারিজাত,

ভকত কুসুমও যত আনিলে আপন সাথ

নন্দন কাননে সন্দুর পারিজাত,

সে কুসুমে ভরি সাজি আপনি পুজারী সাজি

করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম। 

নয়নাভিরাম মোর নয়নাভিরাম

এসো রামকৃষ্ণ মোর নয়নাভিরাম,

এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম,

এসো নয়নাভিরাম মোর নয়নাভিরাম,

নয়নাভিরাম মোর নয়নাভিরাম।।