দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ চাঁদেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়
আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
আমি যাকে খুঁজে মরি
সে তো আমার বালিরি ঘড়ি,
জল জমেছে হাজার খামে, নেই সময়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।
আজ রাতেরও মাথা নিচু
নিলাম কালপুরুষের পিছু,
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
আগুন যাকে সোহাগ করে সেই তো ভয়
মনে রাখার আলমারিটাও নিলাম হয়।
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
হারের বাঁশি উঠলে বেজে
যুদ্ধ শেষে সেই বিদেশে,
কেউ কি জানে, কখন কাকে ফিরতে হয়।
ঘরে আর ফিরবে না কেউ
কথা দিলাম, কথা দিলাম।
দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে।