Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Hai Hai Saat Pake (হায় হায় সাতপাকে) Lyrics - Rupankar Bagchi, Ishan Mitra & Ankita Bhattacharya

Collection Rupankar Bagchi, Ishan Mitra & Ankita Bhattacharya

Hai Hai Saat Pake (হায় হায় সাতপাকে) Lyrics

 Sayandweep   517


Hai Hai Saat Pake (হায় হায় সাতপাকে) lyrics (Primary language)
Hai Hai Saat Pake (হায় হায় সাতপাকে) lyrics in English

হায় হায় সাতপাকে বাঁধা ‌পোড়োনা 

এক দুটো পাক কম হলে মন্দ হবেনা,

মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো

সোনার টুপি লোহার হবে সেটা মনে রেখো। 

 

যাও যাও যাও বাবা মিছে বোলোনা 

নিজের সাথে আমার কেন করো তুলনা ?

বিয়ের পরে চলবে জীবন গড়গড়িয়ে রে

লোহাই বরং সোনা হবে পরশপাথরে,

যাও যাও যাও বাবা মিছে বোলোনা। 

 

ছাদনাতলায় পাতা আছে শিল আর নোড়া

চোখ জুড়িয়ে দিয়ে আমার ভালো থাকিস তোরা,

আর ভেবো না মা গো আমার ভয় রেখো না মনে

নকশীকাঁথায় বুনবো জীবন আমরা যে দুজনে।

 

শিল নোড়াতে ভাঙবে নাগো লাগবে জোড়া মনে

হাজার তারা উঠবে জ্বলে আজকে শুভক্ষণে। 

 

হায় হায় সাতপাকে বাঁধা ‌পোড়োনা 

এক দুটো পাক কম হলে মন্দ হবেনা,

যাও যাও যাও বাবা মিছে বোলোনা 

নিজের সাথে আমার কেন করো তুলনা ?

হায় হায় সাতপাকে বাঁধা ‌পোড়োনা 

যাও যাও যাও বাবা মিছে বোলোনা।