জানুক আবার জানুক শহর
রটুক তারায় খবর,
আদর হয়ে তোমায় ছুঁয়ে
শুরু প্রেমের সফর।
অভিমানই জুড়ে থাকে দোটানাতে
অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,
আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায়
অজুহাতে আমায়
তাকে পেলে মন কাছে, মরতে যায়।
সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি
ভালোবাসা আজ বড় নিরুপায়,
প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো
পারলে বলো একটু আমায়।
ও ও....
হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে
ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,
ও..
হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে
ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,
ও..
হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে
ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,
দূরে গেলে ঘুম ঘোরে স্বপ্নতে মনে পড়ে
স্মৃতি গুলো বন্দী যে চিলেকোঠায়,
আমি তার প্রেমে মরতে চাই
রূপকথা যত থমকে যায়,
এ মন আমার তারা গুনে পুড়ে মরে
এ সময় কেন আজ আবার নিরাশায়।
অভিমানই জুড়ে থাকে দোটানাতে
অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,
আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায়
অজুহাতে আমায়
তাকে পেলে মন কাছে, মরতে যায়।
সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি
ভালোবাসা আজ বড় নিরুপায়,
প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো
পারলে বলো একটু আমায় .. ও ও ....