Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Premer E Sofor (প্রেমের এ সফর) Lyrics - Raj Barman

Collection Raj Barman

Premer E Sofor (প্রেমের এ সফর) Lyrics

 Sayandweep   329


Premer E Sofor (প্রেমের এ সফর) lyrics (Primary language)

জানুক আবার জানুক শহর 

রটুক তারায় খবর,

আদর হয়ে তোমায় ছুঁয়ে 

শুরু প্রেমের সফর। 

 

অভিমানই জুড়ে থাকে দোটানাতে 

অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,

আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায় 

অজুহাতে আমায় 

তাকে পেলে মন কাছে, মরতে যায়। 

 

সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি 

ভালোবাসা আজ বড় নিরুপায়,

প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো 

পারলে বলো একটু আমায়। 

 

ও ও....

 

হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে 

ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,

ও..

হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে 

ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,

ও..

হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে 

ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,

দূরে গেলে ঘুম ঘোরে স্বপ্নতে মনে পড়ে 

স্মৃতি গুলো বন্দী যে চিলেকোঠায়,

আমি তার প্রেমে মরতে চাই 

রূপকথা যত থমকে যায়,

এ মন আমার তারা গুনে পুড়ে মরে 

এ সময় কেন আজ আবার নিরাশায়।

 

অভিমানই জুড়ে থাকে দোটানাতে 

অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,

আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায় 

অজুহাতে আমায় 

তাকে পেলে মন কাছে, মরতে যায়। 

 

সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি 

ভালোবাসা আজ বড় নিরুপায়,

প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো 

পারলে বলো একটু আমায় .. ও ও ....

Premer E Sofor (প্রেমের এ সফর) lyrics in English

Januk abar januk shohor

Rotuk taray khobor

Ador hoye tomay chuye

Shuru premer sofor

Obhimani jure thake dotanate

Obelay dariye pashe thaka

Amar e poth cholay chena se din ochenay

Ajuhaate amay

Taake pele mon kache morte chaay

Se chuto na kichu tumi bujhte jodi

Valobasha aaj boro nirupay

Prem debo er naam naki kosto debo

Parle bolo ektu amay

Harate sobai paare aghate aghat bare

Beytha gulo balishete chokh vejay

Dure gele ghum ghore shopnote mone pore

Smriti gulo bondi je chilekothay

Ami taar preme morte chai

Rupkotha joto thomke jaay

E mon amar tara gune pure more

E somoy keno aaj abar nirashay