Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Hey Nutan Dekha Dik (হে নূতন দেখা দিক) Lyrics - Swagatalakshmi Dasgupta

Collection Swagatalakshmi Dasgupta

Hey Nutan Dekha Dik (হে নূতন দেখা দিক) Lyrics

 Sayandweep   557


Hey Nutan Dekha Dik (হে নূতন দেখা দিক) lyrics (Primary language)
Hey Nutan Dekha Dik (হে নূতন দেখা দিক) lyrics in English

হে নূতন, দেখা দিক আর-বার 

জন্মের প্রথম শুভক্ষণ,

তোমার প্রকাশ হোক 

কুহেলিকা করি উদঘাটন,

সূর্যের মতন,

তোমার প্রকাশ হোক 

কুহেলিকা করি উদঘাটন,

সূর্যের মতন,

হে নূতন, দেখা দিক আর-বার 

জন্মের প্রথম শুভক্ষণ। 

 

রিক্ততার বক্ষ ভেদি 

আপনারে করো উন্মোচন,

রিক্ততার বক্ষ ভেদি 

আপনারে করো উন্মোচন,

ব্যক্ত হোক জীবনের জয়,

ব্যক্ত হোক -

তোমামাঝে অসীমের চিরবিস্ময়,

ব্যক্ত হোক জীবনের জয়,

ব্যক্ত হোক -

তোমামাঝে অসীমের চিরবিস্ময়। 

 

উদয়দিগন্তে শঙ্খ বাজে

মোর চিত্তমাঝে,

উদয়দিগন্তে শঙ্খ বাজে

মোর চিত্তমাঝে,

চিরনূতনেরে দিল ডাক

পঁচিশে বৈশাখ।

হে নূতন,

হে নূতন, দেখা দিক আর-বার 

জন্মের প্রথম শুভক্ষণ,

তোমার প্রকাশ হোক 

কুহেলিকা করি উদঘাটন,

সূর্যের মতন,

তোমার প্রকাশ হোক 

কুহেলিকা করি উদঘাটন,

সূর্যের মতন,

হে নূতন, দেখা দিক আর-বার 

জন্মের প্রথম শুভক্ষণ।