নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে।।
জ্বালায়ে চান্দের বাতি
জেগে রব সারা রাতি গো,
জ্বালায়ে চান্দের বাতি
জেগে রব সারা রাতি গো,
আমি কব কথা..
কব কথা শিশিরের সনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে।।
যদিবা ঘুমায়ে পড়ি
স্বপনের পথ ধরি গো,
যদিবা ঘুমায়ে পড়ি
স্বপনের পথ ধরি গো,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে।।
আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না।
আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলবনে,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলবনে।
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে।।