সোনা রোদের, হাসি দেখে,
মনে রং লেগেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।
ও স্বপ্ন সুখে, আশার পাখি,
ডানা যে মেলেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।।
ওই গাছের সবুজ পাতা
বলে হাওয়ার সাথে কথা,
তার কথা কেউ বোঝেনা।
ওই কাজলা দিঘীর জলে
মেঘের ছায়া ভেসে চলে
কোথায় যায় সে জানেনা।
ঠিকানা, হারাতে, মন হলো চঞ্চল
ঠিকানা, হারাতে, মন হলো চঞ্চল
সোনা রোদের, হাসি দেখে,
মনে রং লেগেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে,
ওই আকাশ আমায় কাছে ডেকেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে।।
(ও মাঝিরে, উজান টান বৈঠা ধরে
মাঝিরে, উজান টান বৈঠা ধরে
এই সামাল সামাল তরী সামাল বাই রে
এই সামাল সামাল তরী সামাল বাই রে
মাঝিরে ও মাঝিরে)
ওই বউ কথা কও ডাকে
ওই বউ কথা কও ডাকে
বধূ ঘোমটাতে মুখ ঢাকে,
লজ্জায় কথা বলেনা।
ওই কলসি নিয়ে কাঁখে
চলে গাঁয়ের পথের বাঁকে,
ক্লান্ত চরণ থামেনা।
জানিনা, ওরা কোন্, খুশিতে উচ্ছল
জানিনা, ওরা কোন্, খুশিতে উচ্ছল,
সোনা রোদের, হাসি দেখে,
মনে রং লেগেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।
ও স্বপ্ন সুখে, আশার পাখি, ডানা যে মেলেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।