Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ragada (রাগাডা) Lyrics - Mika Singh

Collection Mika Singh

Ragada (রাগাডা) Lyrics

 Sayandweep   325


Ragada (রাগাডা) lyrics (Primary language)

হে রা, রা রা রা,

হে রা, রা রা রা, ও..

 

হায় ধুমধাডাকা মস্তি হবে আজকে সারা রাত

হে বুক পকেটে জিগ্রি নিয়ে করবো বাজিমাত। 

 

হায় ধুমধাডাকা মস্তি হবে আজকে সারা রাত

হে বুক পকেটে জিগ্রি নিয়ে করবো বাজিমাত,

আয় জমবে এবার খেলা

সব হিসেব বোঝার পালা,

এ পাঙ্গা নিলে আস্ত গিলে নেব রে শালা। 

হে রাগাডা রাগাডা রাগাডা ..

হো কুয়াশা কেটেছে, চাঁদ ও উঠেছে

নেশায় মন ছড়ালো সীমানা। 

 

হো হো হো কুয়াশা কেটেছে, চাঁদ ও উঠেছে

নেশায় মন ছড়ালো সীমানা,

ঘুমিয়ে ছিল বাঘ, লুকিয়ে রেখে রাগ

খুঁজে নেবে সে তার নিশানা,

এ বুকে ক্ষত, বেড়েছে যত

হিসেব দেবে আজকে জামানা। 

রাগাডা রাগাডা রাগাডা রাগাডা ..

Ragada (রাগাডা) lyrics in English

Hey ra ra ra

hai dhumdhadaka masti hobe aajke sara raat

Hey buk pocket e jigri niye korbo bajimaat

Aay jombe ebar khela

Sob hiseb bojhar pala

E panga nile asto gile nebo re shala

Hey ragada ragada ..

Ho kuasha keteche chand o utheche

Neshay mon choralo simana

Ghumiye chilo bagh lukiye taar raag

Khuje nebe se taar nishana

E buke khoto bereche joto

Hiseb debe aajke jamana

Ragada ragada ..