Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Jonaki Jwole Uthuk (জোনাকি জ্বলে উঠুক ) Lyrics - Somlata Acharyya Chowdhury

Collection Somlata Acharyya Chowdhury

Jonaki Jwole Uthuk (জোনাকি জ্বলে উঠুক ) Lyrics

 Sayandweep   289


Jonaki Jwole Uthuk (জোনাকি জ্বলে উঠুক ) lyrics (Primary language)

বৃষ্টি পড়ার আগে কখনো মেঘ দেখতে নেই 

সন্ধ্যে নামার পরে শাঁখের আওয়াজ ভালো লাগে 

এক রাজকন্যার ছাদের ওপর পরী নামার সময় 

তারার মিছিল সারা রাত শুধু তোমার কথা বলে 

 

জিন্দাবাদী প্রেমের গল্প বিপ্লবের এক নাম 

আমার আদর তোমার কাছে আজান হয়ে উঠুক 

ঠোঁটের ওপর ঠোঁট রাখার শিরোনাম টুকু থাকে 

আমার শহরে জল এর ওপর গোলাপ ফুল ফুটুক 

 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জ্বলে উঠুক 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জোনাকি জ্বলে উঠুক 

 

শরীর আগুন শরীর জল মেঘ টেনে দাও গায়ে 

মাখামাখি শুয়ে সেই দাবানল খুঁজে বেড়াই 

তুমি আমার হাত ধরে চলো নদীর ওপর হাঁটি 

মোমবাতি খুঁজতে গিয়ে লোডশেডিং কে হারাই 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জ্বলে উঠুক 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জোনাকি জ্বলে উঠুক 

 

জড়িয়ে ধরো জাপ্টে ধরো ছেড়ো না আমায়

আমি হারিয়ে যাবো তোমার ভেতর 

তোমার হাতে ধরে 

চলো আবার দুজন তারার দিকে হেঁটে চলে যাই 

জোনাকি দেখো জ্বলছে আবার রাতের আকাশ জুড়ে 

 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জ্বলে উঠুক 

এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক 

জোনাকি জ্বলে উঠুক 

Jonaki Jwole Uthuk (জোনাকি জ্বলে উঠুক ) lyrics in English

Brishti porar agey kokhono megh dekhte nei 

Sondhye namar porey sakher awaj bhalo laage 

Ek rajkanyar chhader opor pori naamar shomoy 

Taarar michhil sara raat sudhu tomar kotha bole 

Zindabad e prem er golpo biplober ek naam

Amar ador tomar kachhe aajan hoye uthuk 

Thoth er opor thot rakhar sironaam tuku thak 

Amar shohore jol er opor golaap phool phutuk 

Ebhabei roj ebhabei roj ebhahei roj jonaki jole uthuk 

Shorir agun shorir jol megh tene dao gaaye 

Makhamakhi shuye sei dabanol khuje berai 

Tumi amar hat dhore cholo nodir opor hati 

Mombati gulo khujte giye loadshedding ke harai 

Ebhabei roj ebhahei Agun gulo jole uthuk

Joriye dhoro japte dhoro chhero na amaye aar 

Ami hariye jabo tomar bhetor tomar hath e dhore 

Cholo abar dujon tarar dike hete chole jai 

Jonaki dekho jolche abar raater akash jure 

Ebhabei roj ebhabei ador jome uthuk jome uthuk