Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Surma Surma (সুরমা সুরমা) Lyrics - Imran Mahmudul

Collection Imran Mahmudul

Surma Surma (সুরমা সুরমা) Lyrics

 Sayandweep   588


Surma Surma (সুরমা সুরমা) lyrics (Primary language)

সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে

চলো যাবো দূরে হারিয়ে,

সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে

কি যে মায়া দিলে ছড়িয়ে। 

এই হৃদয়ে যাও হারিয়ে 

খুবই গভীরে ..

 

সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে

চলো যাবো দূরে হারিয়ে,

সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে

কি যে মায়া দিলে ছড়িয়ে।।

 

কেন যে সব লাগছে ভালো

চোখ জুড়ে কথার আলো,

তোমার মধ্যে গেছি হারিয়ে

ভালোবাসা যেন বাড়লো।

 

এই হৃদয়ে যাও হারিয়ে

খুবই গভীরে ..

সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে

চলো যাবো দূরে হারিয়ে,

সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে

কি যে মায়া দিলে ছড়িয়ে।।

 

কেন যে সব লাগছে ভালো

চোখ জুড়ে কথার আলো,

তোমার মধ্যে গেছি হারিয়ে

ভালোবাসা যেন বাড়লো।

 

এই হৃদয়ে যাও হারিয়ে

খুবই গভীরে ..

সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে

চলো যাবো দূরে হারিয়ে,

সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে

কি যে মায়া দিলে ছড়িয়ে।।

 

শুধু যে মন বলছে কথা 

ঠোঁট ছুঁয়ে লেখা কবিতা,

বাতাসে এঁকে দেবো 

বুকে থাকা যত বার্তা।

 

এই হৃদয়ে যাও হারিয়ে

খুবই গভীরে ..

সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে

চলো যাবো দূরে হারিয়ে,

সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে

কি যে মায়া দিলে ছড়িয়ে।

সুরমা সুরমা, দিনে, সুন্দর সুন্দর, লাগে

সুরমা সুরমা দিনে সুন্দর সুন্দর লাগে ..

Surma Surma (সুরমা সুরমা) lyrics in English

Surma surma dine tomay songge niye

Cholo jabo dure hariye

Sundor sundor laage sob chokhe takiye

Ki je maya dile choriye

Ei hridoye jao hariye khubi gobhire

Keno je sob lagche valo

Chokh jure kothar aalo

Tomar moddhe gechi hariye

Valobasha jeno barlo

Shudhu je mon bolche kotha

Thot chuye lekha kobita

Batase enke debo

Buke thaka joto barta

Surma surma dine tomay songey niye

Cholo jabo dure hariye