Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ) Lyrics - Iman Chakraborty

Collection Iman Chakraborty

Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ) Lyrics

    1714


Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ) lyrics (Primary language)

দুচোখে হঠাৎ করে কালবৈশাখী

চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি?

গতবছরের মায়া ভেঙে যাবে বলে

রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। 


দুচোখে হঠাৎ করে কালবৈশাখী

চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি?

গতবছরের মায়া ভেঙে যাবে বলে

রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে।

তুমিও অঝোরে তাকে শুধু ভালবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো।। 


প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে

তারই হাত ছুঁয়ে দেখি আঁখিপল্লবে,

কত রঙ লেগে থাকে তারই ছবি আঁকি

শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। 

অথচ তুমিও তাকে আরও ভালবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো।। 

আলেয়া লুকিয়ে থাকে আনমনা সুরে

অন্ধকারের ভাষা থেকে বহুদূরে,

গতবছরের মায়া ভেঙ্গে যাবে বলে

খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। 

অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো। 


তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো, এসো।।


Achena Boishakh Lyrics (অচেনা বৈশাখ) lyrics in English

Duchokhe hotath kore kalboishakhi

Chaitrer sheshbela pata orey naki

Gotobochorer maya venge jabe bole

Raajpoth bhese geche ochena kajole

Tumio ojhore take shudhu bhalobesho

Esho hey boishakh esho esho

Priyo ushnota lege thake je porobe

Taari haat chuye dekhi ankhipallabe

Koto rong lege thake tari chobi anki

Shorire rekhechi kichu smriti o jonaki

Othocho tumio taake aaro valobesho