Galti Lyrics
Vishal Mishra, Kaushal Kishore
Anagona (আনাগোনা) Lyrics
Sayandweep 304
করে আনাগোনা, পাবি সোনাদানা
করে আনাগোনা, পাবি সোনাদানা
করোনা ছলনা, ওরে অবধমনা,
দূরে যেও না রে
ওরে আমার অবধমনা,
যেও না রে, ওরে আমার অবধমনা।
একা চোড়ে চোড়ে, থাকো দূরে দূরে
একা চোড়ে চোড়ে, থাকো দূরে দূরে
ফিরে এসো বুকে, চেয়ে দেখো মোরে,
দূরে যেও না রে
ওরে আমার অবধমনা,
যেও না রে, ওরে আমার অবধমনা।
মন মতো মন হয়না
মন তো ঘরে রয় না,
মন মতো মন হয়না
মন তো ঘরে রয় না,
বসন্ত হাওয়া বয় না, ওরে ও মন ময়না
মন ময়না রে, প্রাণ পাখি ঘরে রয় না,
মন ময়না রে, প্রাণ পাখি ঘরে রয় না।
করে আনাগোনা, পাবি সোনাদানা
করে আনাগোনা, পাবি সোনাদানা
করোনা ছলনা, ওরে অবধমনা,
দূরে যেও না রে
ওরে আমার অবধমনা,
যেও না রে, ওরে আমার অবধমনা।
Kore Anagona pabi sonadana
Korona cholona ore obodhmona
Dure jeo na re
Ore amar obodhmona
Eka chore chore thako dure dure
Phire esho buke cheye dekho more
Mon moto mon hoyna
Mon toh ghore roy na
Bosonto hawa boy na ore o mon moyna
Mon moyna re praano pakhi ghore roy na
Video isn't started? Click me to watch on youtube.
Newly Arrived