Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Nishi Raat Banka Chand (নিশি রাত বাঁকা চাঁদ) Lyrics - Geeta Dutt

Collection Geeta Dutt

Nishi Raat Banka Chand (নিশি রাত বাঁকা চাঁদ) Lyrics

 Sayandweep   225


Nishi Raat Banka Chand (নিশি রাত বাঁকা চাঁদ) lyrics (Primary language)
Nishi Raat Banka Chand (নিশি রাত বাঁকা চাঁদ) lyrics in English

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে

চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে

চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,

নিশি রাত।। 

 

ভাঙা ঘরে দু'দিনেরই খেলাঘর

হোক ভাঙা তবু এলো জোছনা,

ভাঙা ঘরে দু'দিনেরই খেলাঘর

হোক ভাঙা তবু এলো জোছনা,

ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর

স্বপ্ন বাসর করি রচনা। 

 

এ জীবনে যতটুকু চেয়েছি

মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি,

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে

চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,

নিশি রাত।।

 

জীবনের পথে পথে চলিতে

যত আশা গিয়েছিলো ফুরায়ে,

জীবনের পথে পথে চলিতে

যত আশা গিয়েছিলো ফুরায়ে,

গজমতি হার যেন ধূলিতে

ভিখারীনি পেলো আজ কুড়ায়ে। 

 

এ জীবনে যতটুকু চেয়েছি

মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি,

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে

চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে।।