Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Jodidong Hridoyong Tobo (যদিদং হৃদয়ং তব) Lyrics - Rupak Tiary, Somlata Acharyya Chowdhury

Collection Rupak Tiary, Somlata Acharyya Chowdhury

Jodidong Hridoyong Tobo (যদিদং হৃদয়ং তব) Lyrics

 Sayandweep   942


Jodidong Hridoyong Tobo (যদিদং হৃদয়ং তব) lyrics (Primary language)
Jodidong Hridoyong Tobo (যদিদং হৃদয়ং তব) lyrics in English

যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম 

একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। 

 

ভালবাসা ছিল এতদিন একা একা

প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে,

ঠিক তারপরে তোমার আমার দেখা

এখনও মানুষ এভাবেই ঘর বাঁধে। 

 

একই ঘরে আছে সকলের আনাগোনা 

সকলে থাকলে ঘর বড় হয় আরও,

আর কোনও দিন কোত্থাও যাচ্ছ না 

না না কোনও দিন কোত্থাও যাচ্ছ না,

এবার কেবল কাছেই থাকতে পারো। 

 

যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম 

একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম। 

 

প্রজাপতি ঘোরে এ বাড়ি ও বাড়ি রোজ

কত জানলায় কত যে গল্প থাকে,

কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ

কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে। 

 

তবু ভালবাসা কখনও হয় না খালি 

মন ভেঙে গেলে সানাই সুতোয় জোড়ে,

তুমি আমি আর এ কাহিনি রূপশালী 

তুমি আমি আর এ কাহিনি রূপশালী 

আমাদের নামে প্রজাপতি যেন ওড়ে, এ এ এ। 

 

যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম 

একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।