Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tumi Kemon Kore Gaan Koro Hey Guni (তুমি কেমন করে) Lyrics - Jayati Chakraborty

Collection Jayati Chakraborty

Tumi Kemon Kore Gaan Koro Hey Guni (তুমি কেমন করে) Lyrics

 Sayandweep   408


Tumi Kemon Kore Gaan Koro Hey Guni (তুমি কেমন করে) lyrics (Primary language)
Tumi Kemon Kore Gaan Koro Hey Guni (তুমি কেমন করে) lyrics in English

তুমি কেমন করে গান করো হে গুণী

আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি,

তুমি কেমন করে গান করো হে গুণী। 

 

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে

সুরের হাওয়া চলে গগন বেয়ে,

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে

সুরের হাওয়া চলে গগন বেয়ে,

পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে

বহিয়া যায় সুরের সুরধ্বনি,

তুমি কেমন করে গান করো হে গুণী। 

 

মনে করি অমনি সুরে গাই

কন্ঠে আমার সুর খুঁজে না পাই,

মনে করি অমনি সুরে গাই

কন্ঠে আমার সুর খুঁজে না পাই,

কইতে কী চাই, কইতে কথা বাঁধে

হার মেনে যে পরান আমার কাঁদে,

আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে

চৌদিকে মোর সুরের জাল বুনি,

তুমি কেমন করে গান করো হে গুণী

আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি,

তুমি কেমন করে গান করো হে গুণী।