Dana Kata Pori (ডানা কাটা পরী) lyrics (Primary language)
আমি ঘুমের মধ্যে জেগে থাকা
অসহ্য এক স্বপ্ন,
আমার মাথায় পাথর ভাঙে মরা বোনের কান্না।
কাঁদিসনা বোন ভোরের আগে
আমার দুহাত বরফ বেচে,
মড়ার মতো ঠান্ডা।
আর তুই সাপের বিষে নীল
দেখি অপরাজিত ঝরে পড়ে,
বিষের পাঁচিল।
আমি দুহাত তুলে হাঁটি
আমি দুহাত তুলে হাঁটি।
তুই ঘুমের মধ্যে হাঁটিস যত
পথ ছিলোনা মনের মতো,
ভোরের বেলা লুকিয়ে দেখিস
আঁচল ভরা ঝিনুক,
নাকি, মৃত শিশুর মাথা।
তুই চাদর থেকে দুহাত ভরে
কুড়িয়ে নিস ফুলের মতো।
বুনো ফুলের গন্ধ
কিছু শুকিয়ে যাওয়া পাতা,
মনে মনে খুঁজিস কাকে
রক্ত জমা নখের ফাঁকে,
ভাই ছিল তোর
হারিয়ে যাওয়া শেষপাড়ানির কড়ি,
বোন ছিল তার কষ্টচাপা ডানাকাটা পরী।
হা হা হা.. হা হা হা..
কাঁদিস না বোন,
আমি ঘুমের মধ্যে জেগে থাকা
অসহ্য এক স্বপ্ন,
কাঁদিস না বোন।