ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,
ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান।
ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,
ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান।
তারি সুরে সুরে বাজে গুরু গুরু
হোক গানে গানে পথ চলা শুরু,
তারি সুরে সুরে বাজে গুরু গুরু
হোক গানে গানে পথ চলা শুরু,
আজ অন্তর অন্তরে, প্রান্তর প্রান্তরে
কণ্ঠে ছড়াবো এই গান।
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন
ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান।
ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন
ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান।
আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি
মুক্ত আলোর বন্যা,
আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই
এই শ্যামলী ধরনী হবে ধন্যা,
আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি
মুক্ত আলোর বন্যা,
আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই
এই শ্যামলী ধরনী হবে ধন্যা।
ঐ আকাশে বাতাসে দোলা লাগলো
আজ জীবনে জোয়ার বুঝি জাগলো,
ঐ আকাশে বাতাসে দোলা লাগলো
আজ জীবনে জোয়ার বুঝি জাগলো,
নব উচ্ছ্বল উচ্ছাসে, উদ্দম উল্লাসে
ছন্দে জাগাব এই প্রাণ,
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন
ওই তো তুলেছে তান - শোন ওই আহ্বান।
ওই উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙ্গীন
ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,
ওই তো তুলেছে তান - শোন ওই আহ্বান,
শোন ওই আহ্বান, শোন ওই আহ্বান।