Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Oi Ujjal Din Lyrics - Subir Sen

Collection Subir Sen

Oi Ujjal Din Lyrics

 Sayandweep   1306


Oi Ujjal Din lyrics (Primary language)

ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,

ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান। 

 

ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,

ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান। 

 

তারি সুরে সুরে বাজে গুরু গুরু

হোক গানে গানে পথ চলা শুরু,

তারি সুরে সুরে বাজে গুরু গুরু

হোক গানে গানে পথ চলা শুরু,

আজ অন্তর অন্তরে, প্রান্তর প্রান্তরে

কণ্ঠে ছড়াবো এই গান। 

 

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন

ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান। 

 

ঐ উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙীন

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন

ওই তো তুলেছে তান - শোনো ওই আহ্বান। 

 

আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি

মুক্ত আলোর বন্যা,

আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই

এই শ্যামলী ধরনী হবে ধন্যা,

আয় আয় রে ছুটে, আয় বাঁধন টুটে আনি

মুক্ত আলোর বন্যা,

আয় সুপ্তি ভাঙাই, আয় শান্তি জাগাই

এই শ্যামলী ধরনী হবে ধন্যা। 

ঐ আকাশে বাতাসে দোলা লাগলো

আজ জীবনে জোয়ার বুঝি জাগলো,

ঐ আকাশে বাতাসে দোলা লাগলো

আজ জীবনে জোয়ার বুঝি জাগলো,

নব উচ্ছ্বল উচ্ছাসে, উদ্দম উল্লাসে

ছন্দে জাগাব এই প্রাণ,

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন

ওই তো তুলেছে তান - শোন ওই আহ্বান। 

 

ওই উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙ্গীন

ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীন,

ওই তো তুলেছে তান - শোন ওই আহ্বান,

শোন ওই আহ্বান, শোন ওই আহ্বান। 

Oi Ujjal Din lyrics in English

Oi ujjal din daake shopno rangeen

Chute aay re logon boye jaay re milon bin

Oi toh tuleche taan shono oi ahowan

Taari sure sure baaje guru guru

Hok gaane gaane poth chola shuru

Aaj antor antore prantar prantore

Konthey chorabo ei gaan

Oi ujjwal din dake swopno rangin

Aay aay re chute aay badhon tute aani

Mukto aalor bonna

Aay supti vangai aay shanti jagai

Ei shyamoli dhoroni hobe dhonnya

Oi akashe batase dola laaglo

Aaj jibone jowar bujhi jaglo

Nobo uchchol uchchashe uddom ullashe

Chondde jagabo ei praan

Oi ujjol din dake swapno Rongin