Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tara Name Ki Shuk Ache Lyrics - Keshab Dey

Collection Keshab Dey

Tara Name Ki Shuk Ache Lyrics

 Sayandweep   590


Tara Name Ki Shuk Ache lyrics (Primary language)
Tara Name Ki Shuk Ache lyrics in English

তারা নামে কি সুখ আছে 

বল না মা এই অভাগারে,

তোর মহিমায় ডুবে থাকি 

ছেড়ে এ জীবন। 

দুঃখ পীড়া যত ছিল 

তোর কাছে সব মুছে গেল,

জীবনে মরণে মাগো 

আমার পাশে থাকিস আলো,

হয়ে প্রতিদিন। 

 

তারা নামে কি সুখ আছে 

বল না মা এই অভাগারে,

তোর মহিমায় ডুবে থাকি 

ছেড়ে এ জীবন।।

 

যদিও বা অবহেলা 

করি আমি সবারে মা,

কেউ বোঝেনা মা গো আমার 

তোর মতো আমায়। 

হাজার জনম পেলেও আমি 

থাকতে চাইবো তোরি কোলে,

হই না রাজা হইনা ফোকির 

কিবা আসে যায় তাতে,

স্বর্গ মর্ত পাতাল লোকে 

সব খানে যে পাই রে তোকে,

আর কিছু মা চাইনে আমি 

তোর করুণা যদি থাকে,

জীবনে আমার। 

 

তারা নামে কি সুখ আছে 

বল না মা এই অভাগারে,

তোর মহিমায় ডুবে থাকি 

ছেড়ে এ জীবন।। 

 

কোন জগতে থাকিস মা তুই 

বলনা কোথায় পাবো তোরে,

বেশি কিছু চাইনা আমি

দেখবো তোকে দুচোখ ভরে। 

মনরে শুধাই মা তোর নামে 

রাখি মাথা তোরই কোলে,

মনের কালী যাকনা ধুয়ে 

দু এক ফোঁটা চোখের জলে,

এই পাগলের এটুকু গান 

সামর্থ্য মা তোকে দেওয়ার,

গানেই যেনো বারে বারে 

হয় রে দেখা তোর আর আমার, 

শুধু প্রতিদিন। 

 

তারা নামে কি সুখ আছে 

বল না মা এই অভাগারে,

তোর মহিমায় ডুবে থাকি 

ছেড়ে এ জীবন।।