Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Beshi Ki Boli Lyrics (বেশি কি বলি) Asha Bhosle Lyrics - Asha Bhosle and Bappi Lahiri

Collection Asha Bhosle and Bappi Lahiri

Beshi Ki Boli Lyrics (বেশি কি বলি) Asha Bhosle Lyrics

 Lyrics Forest   1081


Beshi Ki Boli Lyrics (বেশি কি বলি) Asha Bhosle lyrics (Primary language)

বেশি কি বলি যখন বলি

তুমি আমার সব,

আমার আকাশ, আমার বাতাস

পাখির কলরব।

 

বেশি কি বলি, যখন বলি

তুমি আমার সব,

আমার আকাশ, আমার বাতাস

পাখির কলরব।

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

 

বেশি কি জানি, যখন জানি

হারিয়ে গেছে সব,

তোমার মাঝে, হারাতে দিয়ে

দিয়েছো কি গরব।

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

 

বেশি কি আনি যখন আনি

গানের উপহার

মন যে সাজায় সেই তো আমার

আসল অলঙ্কার (২)

 

প্রাণের বনে ফুরায় না সেই

ফাল্গুনী উৎসব

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

চোখের পাতার স্বপ্ন দিয়ে

লিখি তোমার নাম

সোনার চেয়ে অনেক বেশি

সোনা মুখের দাম।

 

বেশি কি মানি

যখন মানি আমরা দুজনে নুই

কায়ার পাশে ছায়ার মতো

এক হয়ে যে রই। (২)

 

এই দুজনার একটি হৃদয়

একটি অনুভব

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

 

বেশি কি বলি, যখন বলি

তুমি আমার সব,

আমার আকাশ, আমার বাতাস

পাখির কলরব।

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

 

বেশি কি জানি, যখন জানি

হারিয়ে গেছে সব,

তোমার মাঝে, হারাতে দিয়ে

দিয়েছো কি গরব।

তুমি আমার আশা

আমি তোমার ভালোবাসা

আশা আশা আশা

ভালোবাসা ভালোবাসা।

Beshi Ki Boli Lyrics (বেশি কি বলি) Asha Bhosle lyrics in English

Beshi ki boli jakhon boli

Tumi amar sob

Amar akash amar batas

Pakhir kolorob

Tumi amar asha

Ami tomar valobasa

 

Beshi ki jani jakhon jani

Hariye gechhe sob

Tomar majhe harate diye

Diyechho ki garob

 

Beshi ki aani jakhon ani

Ganer upohar

Mon je sajay sei toh amar

Asol alonkar