Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Asha Jaoar Pother Dhare (আসা যাওয়ার পথের ধারে) Lyrics - Manomay Bhattacharya

Collection Manomay Bhattacharya

Asha Jaoar Pother Dhare (আসা যাওয়ার পথের ধারে) Lyrics

 Sayandweep   210


Asha Jaoar Pother Dhare (আসা যাওয়ার পথের ধারে) lyrics (Primary language)
Asha Jaoar Pother Dhare (আসা যাওয়ার পথের ধারে) lyrics in English

আসা-যাওয়ার পথের ধারে 

কেটেছে দিন গান গেয়ে মোর,

কেটেছে দিন,

যাবার বেলায় দেবো কারে

যাবার বেলায়, দেবো কারে

বুকের কাছে বাজল যে বীন,

আসা-যাওয়ার পথের ধারে।। 

 

সুরগুলি তার নানা ভাগে রেখে যাবো 

পুষ্পরাগে,

মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় 

করবো বিলীন,

যাবার বেলায় দেবো কারে

যাবার বেলায়, দেবো কারে

বুকের কাছে বাজল যে বীন,

আসা-যাওয়ার পথের ধারে।।

 

কিছু বা সে মিলনমালায় যুগলগলায় 

রইবে গাঁথা,

মিলনমালায় কিছু বা সে,

ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা,

ভিজিয়ে দেবে। 

কিছু বা কোন্‌ চৈত্রমাসে বকুল-ঢাকা 

বনের ঘাসে,

মনের কথার টুকরো আমার 

কুড়িয়ে পাবে কোন উদাসীন,

যাবার বেলায় দেবো কারে

যাবার বেলায়, দেবো কারে

বুকের কাছে বাজল যে বীন,

আসা-যাওয়ার পথের ধারে।।