Mon Vanga Ek Manush Ami (মন ভাঙ্গা এক মানুষ আমি) lyrics (Primary language)
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।।
দমে দমে লইতাম আমি
বেইমানটার নাম,
হাসি মুখের ছলনাতে
দিলো প্রেমের দাম,
তার সাথে তো করতাম না রে
অন্য কিছুর তুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।।
যারে আমি ভাইবা ছিলাম
আমার মনের সব,
আমায় নিয়া খেইলা গেলো
হইয়া নীরব,
সরল হয়ে দিলাম আমি
ভুলেরই মাশুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর,
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল,
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল,
ওরে, এতটুকু বাসলে ভা
লো
পাথর হইতো ফুল।।
Mon vanga ek manush ami
Hoilam jajabor
Apon manush bina doshe
Korche amay por
Emon valobashtam taare
Chilo na re bhul
Etotuku basle bhalo Pathor hoito phul
Dome dome loitam ami beimantar naam
Haasi mukher cholonate dilo premer daam
Taar sathe toh kortam na re
Onno kichur tul
Jare ami vaiba chilam amar mner sob
Amay niya kheila gelo hoiya nirob
Sorol hoye dilam ami bhuleri mashul
Mon bhanga ek manush ami Hoilam jajabor
Apon manush bina doshe
Korse amay por