Brishti Elo Okale (বৃষ্টি এলো অকালে) lyrics (Primary language)
রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে
কার যে মুখ দেখেছি আজ সকালে,
পড়েছি, আমি কার পাল্লাতে
কে এখন, আজ আমায় সামলাবে।
মন পড়েছে কি যে ফ্যাসাদে
বুঝতে গিয়েও নিজেই কাঁদে,
ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল।
মন পড়েছে কি যে ফ্যাসাদে
বুঝতে গিয়েও নিজেই কাঁদে,
ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল।
রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে
কার যে মুখ দেখেছি আজ সকালে।।
দেখতে সে আনকোরা
ইচ্ছে যে মুখচোরা,
আজগুবি প্রশ্ন তার সবসময়।
দেখতে সে আনকোরা
ইচ্ছে যে মুখচোরা,
আজগুবি প্রশ্ন তার সবসময়।
খুনসুটি যত তার সাথে
মনে মনে ফন্দি আঁটে,
ঝগড়ারা তাকে দেখেই যে পালায়।
জানি সে যে মন্দ নয়
যতই সে রাগ দেখাক,
কেন একটু হলেও
মন তার সাথে থাকতে চায়।
মন পড়েছে কি যে ফ্যাসাদে
বুঝতে গিয়েও নিজেই কাঁদে,
ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল।
মন পড়েছে কি যে ফ্যাসাদে
বুঝতে গিয়েও নিজেই কাঁদে,
ব্যস্ত শহর রিস্কি চক্করে মন নাজেহাল।
রোদ্দুরেও, বৃষ্টি এলো অকালে
কার যে মুখ দেখেছি আজ সকালে,
পড়েছি, আমি কার পাল্লাতে
কে এখন, আজ আমায় সামলাবে।।