Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Madhur Amar Mayer Hasi (মধুর আমার মায়ের হাসি) Lyrics - Kumar Sanu

Collection Kumar Sanu

Madhur Amar Mayer Hasi (মধুর আমার মায়ের হাসি) Lyrics

 Sayandweep   326


Madhur Amar Mayer Hasi (মধুর আমার মায়ের হাসি) lyrics (Primary language)

মা.. মা.. মা গো !

 

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে,

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে। 

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে,

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।। 

 

তার মায়ায় ভরা সজল দিঠি

সে কি কভু হারায়,

সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে

সন্ধ্যা রাতের তারায়,

সেই যে আমার মা,

বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা। 

 

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে,

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।। 

 

তার ললাটের সিঁদুর নিয়ে 

ভোরের রবি ওঠে,

আলতা পরা পায়ের ছোঁয়ায় 

রক্তকমল ফোটে।

তার ললাটের সিঁদুর নিয়ে 

ভোরের রবি ওঠে,

আলতা পরা পায়ের ছোঁয়ায় 

রক্তকমল ফোটে।

প্রদীপ হয়ে মোর শিয়রে 

কে জেগে রয় দুঃখের ঘরে,

সেই যে আমার মা,

সেই যে আমার মা,

বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা,

নেই কো তুলনা।

 

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে,

মা কে মনে পড়ে আমার

মা কে মনে পড়ে,

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।। 

Madhur Amar Mayer Hasi (মধুর আমার মায়ের হাসি) lyrics in English

Madhur amar mayer hasi

Chander mukhe jhore

Maa ke mone pore amar

Maa ke mone pore

Taar mayay bhora sajal dithi

Se ki kobhu haray

Se je joriye ache choriye ache

Sondhya raater taray

Sei je amar maa

Biswo bhubon majhe tahar nei ko tulona

Modhur amar mayer hasi

Chander mukhe jhore

Taar lolater sindur niye

Bhorer robi othey

Aalta pora paa er choway

Raktakamal fotey

Pradeep hoye mor shiore

Ke jege roy dukkher ghore

Sei je amar maa

Biswo vubon majhe tahar nei ko tulona

Madhur amar maa er hasi

 

Chander mukhe jhore