Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Cholo Na Dighar Saikat Chere Lyrics - Abir Biswas

Collection Abir Biswas

Cholo Na Dighar Saikat Chere Lyrics

 Sayandweep   782


Cholo Na Dighar Saikat Chere lyrics (Primary language)
Cholo Na Dighar Saikat Chere lyrics in English

চলোনা দীঘার সৈকত ছেড়ে

ঝাউবনের ছায়ায় ছায়ায়,

শুরু হোক পথ চলা,

শুরু হোক কথা বলা। 

চলোনা দীঘার সৈকত ছেড়ে

ঝাউবনের ছায়ায় ছায়ায়,

শুরু হোক পথ চলা,

শুরু হোক কথা বলা।। 

 

আজ যে কথা গেছে থেকে

পাহাড় উঁচু মনের আড়ালে,

দুজনেই গেছি ঢেকে। 

আজ যে কথা গেছে থেকে

পাহাড় উঁচু মনের আড়ালে,

দুজনেই গেছি ঢেকে। 

সে কথা বাজুক হৃদয় নূপুরে

বৈশাখী চঞ্চলা,

শুরু হোক পথচলা,

শুরু হোক কথা বলা।।

 

এই নির্জনে নিভৃতে

নির্বাক মুখ চোখে চোখ রেখে,

গেয়ে গেছে সঙ্গীতে। 

 

আজ মন চিনে নিয়ে মনে

যদি নিজের মনকে, তোমার কাছে,

পাঠাই নির্বাসনে। 

আজ মন চিনে নিয়ে মনে

যদি নিজের মনকে, তোমার কাছে,

পাঠাই নির্বাসনে। 

সে মন হোকনা নিজের অলখে

ঊর্বশী ঊর্মিলা,

শুরু হোক পথচলা,

শুরু হোক কথা বলা।

 

চলোনা দীঘার সৈকত ছেড়ে

ঝাউবনের ছায়ায় ছায়ায়,

শুরু হোক পথ চলা,

শুরু হোক কথা বলা। 

চলোনা দীঘার সৈকত ছেড়ে

ঝাউবনের ছায়ায় ছায়ায়,

শুরু হোক পথ চলা

শুরু হোক কথা বলা,

শুরু হোক পথ চলা,

শুরু হোক কথা বলা।।