Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Godhuli Gagane Meghe (গোধুলি গগনে মেঘে) Lyrics - Iman Chakraborty

Collection Iman Chakraborty

Godhuli Gagane Meghe (গোধুলি গগনে মেঘে) Lyrics

 Sayandweep   288


Godhuli Gagane Meghe (গোধুলি গগনে মেঘে) lyrics (Primary language)
Godhuli Gagane Meghe (গোধুলি গগনে মেঘে) lyrics in English

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।

 

হয়তো সে তুমি শোন নাই

সহজে বিদায় দিলে তাই,

হয়তো সে তুমি শোন নাই

সহজে বিদায় দিলে তাই,

আকাশ মুখর ছিল যে তখন

ঝরোঝরো বারিধারা,

ঝরোঝরো বারিধারা। 

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।

 

চেয়েছিনু যবে মুখে 

তোলো নাই আঁখি,

আঁধারে নীরব ব্যথা, দিয়েছিল ঢাকি।

চেয়েছিনু যবে মুখে 

তোলো নাই আঁখি,

আঁধারে নীরব ব্যথা, দিয়েছিল ঢাকি।

 

আর কি কখনো কবে 

এমন সন্ধ্যা হবে,

আর কি কখনো কবে 

এমন সন্ধ্যা হবে,

জনমের মতো হায়, হয়ে গেল হারা

হয়ে গেল হারা। 

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।