Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tomar Chokher Neshay (তোমার চোখের নেশায়) Lyrics - Shaan, Mahalaxmi Iyer

Collection Shaan, Mahalaxmi Iyer

Tomar Chokher Neshay (তোমার চোখের নেশায়) Lyrics

 Sayandweep   291


Tomar Chokher Neshay (তোমার চোখের নেশায়) lyrics (Primary language)
Tomar Chokher Neshay (তোমার চোখের নেশায়) lyrics in English

যে তোমার চোখের নেশায় চুর 

যে তোমার ছায়া তে রোদ্দুর,

তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর 

আহা আয়নাতে মনজুর। 

 

যদি তাকে নাম না দাও,

বিরহের দাম না দাও,

সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর। 

 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,

সহজে সে কোনো বাজি হারে না। 

 

যে তোমার চোখের নেশায় চুর 

যে তোমার ছায়া তে রোদ্দুর,

তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর 

আহা আয়নাতে মনজুর।। 

 

সে যে কোন-চলে থাকে সে কেউ জানে না 

তুমি বিন তার বসতি শুনশান,

সে যে বীণে খাতার গান 

তাই তাকে তো কেউ মনে আনে না,

তুমি নেই,

তাই তাকে তো কেউ মনে আনে না। 

 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,

সহজে সে কোনো বাজি হারে না। 

 

যে তোমার চোখের নেশায় চুর 

যে তোমার ছায়া তে রোদ্দুর,

তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর 

আহা আয়নাতে মনজুর।। 

 

তাকে চাও যদি মনের হদিস পাবে না 

তবু আজ যদি তাকেই কাছে চাও,

যদি দুচোখে কান্দাও 

সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না,

যদি চাও,

সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না। 

 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,

সহজে সে কোনো বাজি হারে না। 

 

যে তোমার চোখের নেশায় চুর 

যে তোমার ছায়া তে রোদ্দুর,

তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর 

আহা আয়নাতে মনজুর।

 

যদি তাকে নাম না দাও,

বিরহের দাম না দাও,

সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর। 

 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না 

এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,

সহজে সে কোনো বাজি হারে না। 

 

যে তোমার চোখের নেশায় চুর 

যে তোমার ছায়া তে রোদ্দুর,

তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর, 

আয়নাতে মনজুর, আহা আয়নাতে মনজুর।।