Byathar Train (ব্যথার ট্রেন) lyrics (Primary language)
তুমি যদি আকাশপরীর
সুরে বাঁধা যাতায়াতের আলো জ্বালো,
বানিয়ে দাও টাইমটেবিল, ব্যথার ট্রেনের।
তুমি যদি গোনার ফুল
শাপলাদের দাও সময়,
আজ আমায়
বানিয়ে দাও টাইমটেবিল, ব্যথার ট্রেনের।
যে সময় হিসেব চায়
তোমাকে তার কিছু আমি দিতে পারি,
দিতে পারি ..
তুমি যদি আসমানতারা
মায়া বিছিয়ে দাও এই ক্ষতমুখে,
বানিয়ে দাও টাইমটেবিল, ব্যথার ট্রেনের।
তুমি যদি অমলতাসের
দিন ছড়িয়ে দাও এই স্টেশনে আমার,
বানিয়ে দাও টাইমটেবিল, ব্যথার ট্রেনের।
যে সময় আমার নয়
তোমাকে তার কিছু আমি দিতে পারি,
দিতে পারি ..
ঝিমধরা অন্ধকারে
মাঠ পার করে কাঠগোলায়,
ঝিমধরা অন্ধকারে
মাঠ পার করে কাঠগোলায়,
চাঁদ নেমে এসেছে বোধহয়।
যে সময় নীরবে যায়
তোমাকে তার কিছু আমি দিতে পারি।
তুমি যদি আকাশপরীর
সুরে বাঁধা যাতায়াতের আলো জ্বালো,
বানিয়ে দাও টাইমটেবিল, ব্যথার ট্রেনের
বানিয়ে দাও, ব্যথার ট্রেনের।