Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Jibon Jokhon Chilo Fuler Moto (জীবন যখন ছিল ফুলের মতো) Lyrics - Sahana Bajpaie

Collection Sahana Bajpaie

Jibon Jokhon Chilo Fuler Moto (জীবন যখন ছিল ফুলের মতো) Lyrics

 Sayandweep   679


Jibon Jokhon Chilo Fuler Moto (জীবন যখন ছিল ফুলের মতো) lyrics (Primary language)

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো। 

 

বসন্তে সে হতো যখন দাতা

ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,

বসন্তে সে হতো যখন দাতা

ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,

তবুও যে তার বাকি রইত কত,

জীবন যখন ছিল ফুলের মতো। 

আজ বুঝি তার ফল ধরেছে তাই

হাতে তাহার অধিক কিছু নাই,

আজ বুঝি তার ফল ধরেছে তাই

হাতে তাহার অধিক কিছু নাই,

হেমন্তে তার সময় হলো এবে

পূর্ণ করে আপনাকে সে দেবে,

হেমন্তে তার সময় হলো এবে

পূর্ণ করে আপনাকে সে দেবে,

রসের ভারে তাই সে অবনত। 

 

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছি

ল ফুলের মতো। 

Jibon Jokhon Chilo Fuler Moto (জীবন যখন ছিল ফুলের মতো) lyrics in English

Jiban Jakhon Chhilo Fuler Moto

Papri tahar chilo shoto shoto

Jiban Jakhan Chilo Fuler Moto

bosonte se hoto jokhon data

Jhoriye dito du charti taar pata

Tobuo je taar baki roito koto

Jiban Jakhan Chilo Phuler Moto

Aaj bujhi taar fol dhoreche tai

Haate tahar odhik kichu nai

Hemonte taar somoy holo ebe

Purno kore apnake se debe

Roser bhare tai se obonoto

Jibon Jokhon Chilo Phuler Moto