Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Sesh Pata Jhore Gelo (শেষ পাতা ঝরে গেলো) Lyrics - Srikanto Acharya

Collection Srikanto Acharya

Sesh Pata Jhore Gelo (শেষ পাতা ঝরে গেলো) Lyrics

 Sayandweep   309


Sesh Pata Jhore Gelo (শেষ পাতা ঝরে গেলো) lyrics (Primary language)
Sesh Pata Jhore Gelo (শেষ পাতা ঝরে গেলো) lyrics in English

শেষ পাতা ঝরে গেলো

যেতে যেতে বলে গেলো,

এ বছর আমি আর আসবোনা, 

আগামী ফাগুনে জানালায়, দাঁড়িয়ে 

আমার প্রতীক্ষা করো। 

 

দিন চলে যায় রাতের পরে রাত 

কাটেনা তবু সারাদিন রাত,

দিন চলে যায় রাতের পরে রাত 

কাটেনা তবু সারাদিন রাত,

মাসের পরে মাস যায় 

বিরাম নেই প্রতীক্ষায়, 

ভাবি শুধু আমার 

কি করে কাটবে একটি বছর। 

 

শেষ পাতা ঝরে গেলো, ঝরে গেলো

ঝরে গেলো,

যেতে যেতে বলে গেলো,

এ বছর আমি আর আসবোনা, 

আগামী ফাগুনে জানালায়, দাঁড়িয়ে 

আমার প্রতীক্ষা করো।।

 

চৈত্রের শেষ রোদের উত্তাপ 

উদাসীন হাওয়া উদাস গান গায়,

চৈত্রের শেষ রোদের উত্তাপ 

উদাসীন হাওয়া উদাস গান গায়,

শ্রাবনের রিমঝিম, হেমন্তের হিমহিম 

প্রহর যাবে ব্যথায়,

কি করে কাটবে একটি বছর। 

 

শেষ পাতা ঝরে গেলো, ঝরে গেলো

ঝরে গেলো,

যেতে যেতে বলে গেলো,

এ বছর আমি আর আসবোনা, 

আগামী ফাগুনে জানালায়, দাঁড়িয়ে 

আমার প্রতীক্ষা করো।।