Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Keno Phote Keno Kusum Jhore Jay Lyrics - Manabendra Mukhopadhyay

Collection Manabendra Mukhopadhyay

Keno Phote Keno Kusum Jhore Jay Lyrics

 Sayandweep   385


Keno Phote Keno Kusum Jhore Jay lyrics (Primary language)
Keno Phote Keno Kusum Jhore Jay lyrics in English

কেন ফোটে কেন কুসুম ঝরে যায়

মুখের হাসি চোখের জলে নিভে যায়,

কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। 

 

নিশীথে যে কাঁদিল গলা ধরে 

নিশীথে যে কাঁদিল গলা ধরে,

নিশি ভোরে সে কেন যায় সরে যায়

ঝরে যায়..

কেন কুসুম ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়

কেন ফোটে কেন কুসুম ঝরে যায়।। 

 

আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ

কাল কেন সে চির কাঙাল করে যায়,

আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ

কাল কেন সে চির কাঙাল করে যায়,

হায় অভিমান খেলার ছলে

হায় অভিমান খেলার ছলে,

ফিরে সে আসে না যায় যে চলে

মিলন-মালা মলিন ধূলায় ঢেকে যায়।

মুখের হাসি চোখের জলে নিভে যায়

ঝরে যায়..

কেন কুসুম ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায়

কেন ফোটে

কেন কুসুম ঝরে যায়।।