হায় হায় প্রাণ যায়
প্রাণ যায় যায় প্রাণ যায়
চোখ তারি, যেন কাটারি
দিল খুনে খুনে ভরে যায়
হে হে
যেন আগুন ফাগুন বসনে সেজেছে
কি যে করি করি, ভেবে মরি মরি
রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়
হায় হায় প্রাণ যায়
প্রাণ যায় যায় প্রাণ যায়
হে, কিসমতকে মিছেই সাধা
সে যে বড়ই গোলকধাঁধাঁ
কি যে করি না করি, কি হবে না হবে
নিজেও বুঝি বোঝে না তা
হেহে, ইশারা সে করে, নজরে নজরে
হায় দিল পড়ে শুধু শুধু কাঁদে
সারাটা জীবন কাঁদে
তবুও শেখে না পাগলও এমন হায়
হায় হায় প্রাণ যায়
প্রাণ যায় যায় প্রাণ যায়
হে, দিল আছে যার তারই কাছে
দৌলত ও ধন সবই মিছে
হীরে মোতি কি সোনা,
কি চুনি কি পান্না, হয় সবই এক তারই কাছে
হে হে, তবু এমন কখন কখন
পড়ে যায় সে যে লালসার ফাঁসে
দস্যুর বেশে শেষে আসে
লুটে নেয় যা কিছু আপন অছে গো হায়
হায় হায় প্রাণ যায়
প্রাণ যায় যায় প্রাণ যায়
চোখ তারি, যেন কাটারি
দিল খুনে খুনে ভরে যায়
হে হে
যেন আগুন ফাগুন বসনে সেজেছে
কি যে করি করি, ভেবে মরি মরি
রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়
হায় হায় প্রাণ যায়
প্রাণ যায় যায় প্রাণ যায়