Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Na Mono Lage Na (না মন লাগে না) Lyrics - Lata Mangeshkar

Collection Lata Mangeshkar

Na Mono Lage Na (না মন লাগে না) Lyrics

 Sayandweep   384


Na Mono Lage Na (না মন লাগে না) lyrics (Primary language)
Na Mono Lage Na (না মন লাগে না) lyrics in English

না মন লাগে না

এ জীবনে কিছু যেন ভালো লাগে না,

না মন লাগে না

এ জীবনে কিছু যেন ভালো লাগে না

না মন লাগে না।। 

 

এ নদীর দুই কিনারে দুই তরণী

যতই না বাই নোঙর বাঁধা,

কাছে যেতে তাই পারিনি। 

এ নদীর দুই কিনারে দুই তরণী

যতই না বাই নোঙর বাঁধা,

কাছে যেতে তাই পারিনি। 

তুমিও ..

তুমিও ওপার থেকে হায় সরনি

না, মন লাগে না।। 

 

না, মন লাগে না

না, মন লাগে না

চোখে চোখে চেয়ে কাঁদা 

ভালো লাগে না, না। 

 

আমি যে শ্রান্ত আজই শক্তি উধাও

কি হবে আর মিছি মিছি,

বেয়ে বেয়ে এই মিছে নাও। 

আমি যে শ্রান্ত আজই শক্তি উধাও

কি হবে আর মিছি মিছি,

বেয়ে বেয়ে এই মিছে নাও। 

 

তুমিও..

তুমিও ওপার থেকে যাও চলে যাও

না, মন লাগে না,

এ জীবনে কিছু যেনো ভালো লাগে না,

না.. মন লাগে না।।