Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Hoye Achhi Tor Lyrics (হয়ে আছি তোর) Mahtim Shakib Bengali Song Lyrics - Mahtim Shakib

Collection Mahtim Shakib

Hoye Achhi Tor Lyrics (হয়ে আছি তোর) Mahtim Shakib Bengali Song Lyrics

 Lyrics Forest   591


Hoye Achhi Tor Lyrics (হয়ে আছি তোর) Mahtim Shakib Bengali Song lyrics (Primary language)

যেভাবে তুই চাস 

আজ আমার হয়ে যাস,

আমি তো কবে থেকেই হয়ে আছি তোর। 


যেভাবে তুই চাস 

আজ আমার হয়ে যাস,

আমি তো কবে থেকেই হয়ে আছি তোর,

যখনই পুড়েছে এই মনেরই শহর 

যখনই পুড়েছে এই মনেরই শহর,

সেভাবেই টেনে নিস, আমাকেও বুঝিস,

তোর মাঝরাত ডুবে নামিয়েছি ভোর,

যখনই পুড়েছে এই মনেরই শহর 

যখনই পুড়েছে এই মনেরই শহর।।


নয়রে সহজ তোকে পাওয়া 

খুব কঠিন হয়ে আছে চারিপাশ,

আমার ভেতর স্বভাব জুড়ে 

এখন শুধু তোরই বসবাস। 

কত বেনামি নামে তোর 

মন বন্দরে আমি -

সাজিয়েছি কত যে প্রহর,

যখনই পুড়েছে এই মনেরই শহর 

যখনই পুড়েছে এই মনেরই শহর।

সেভাবেই টেনে নিস, আমাকেও বুঝিস,

তোর মাঝরাত ডুবে নামিয়েছি ভোর,

যখনই পুড়েছে এই মনেরই শহর 

যখনি পুড়েছে এই মনেরই শহর।।

Hoye Achhi Tor Lyrics (হয়ে আছি তোর) Mahtim Shakib Bengali Song lyrics in English

Jevabe tui chas

Aaj amar hoye jas

Ami toh Kobe thekei hoye achi tor

Jokhoni pureche ei moneri shohor

Se vabei tene nis makeo bujhis

Tor majhraat dube namiyechi bhor

Jokhoni pureche ei moneri shohor


Noyre sohoj tokey paowa

Khub kothis hoye ache charipash

Amar bhetor sovab jure

Ekhon shudhu tori bosobas


Koto benami naame tor

Mon bondore ami

Sajiyechi koto je prohor

Jokhoni pureche ei moneri shoor