Galti Lyrics
Vishal Mishra, Kaushal Kishore
Collection Madhuraa Bhattacharya
Murali Kande (মুরলী কাঁদে) Lyrics
Sayandweep 275
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
শ্যাম শ্যাম বোলে।
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে,
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।
Video isn't started? Click me to watch on youtube.
Newly Arrived