Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tumi Brishti Vijo Na (তুমি বৃষ্টি ভিজো না) Lyrics - Surojit Chatterjee

Collection Surojit Chatterjee

Tumi Brishti Vijo Na (তুমি বৃষ্টি ভিজো না) Lyrics

 Sayandweep   308


Tumi Brishti Vijo Na (তুমি বৃষ্টি ভিজো না) lyrics (Primary language)
Tumi Brishti Vijo Na (তুমি বৃষ্টি ভিজো না) lyrics in English

ওরম তাকিও না আমি কেবলা হয়ে যাই

আমার চোখের ভাষা যায় হারিয়ে 

আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে

তখন থেকে বোকার মত দাঁড়িয়ে 

তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে

আমায় নিয়ে ছেলেখেলা করো আবার

আমার পায়ে ঝিঁ ঝিঁ আমি জ্ঞান হারিয়েছি

কখন যে বৃষ্টি নেমেছে জানি না 

 

তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে

পাগল হলে নাকি আর আমার কি হবে 

আমার যে কি হবে আমার কি হবে 

আমার যে কি হবে আমার কি হবে 

 

দিশেহারা জীবন আনমনা এ মন

এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী 

আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু

দেখোনা এসে একটিবার ও রঙ্গিনী 

 

তুমি চশমা পরো না ঐ চোখ ঢেকে যাবে

পাগল হলে নাকি আর আমার কি হবে 

আমার যে কি হবে আমার কি হবে 

আমার যে কি হবে কি হবে হে হে

 

আমি শুধুই উদাস জলজ্যান্ত লাশ

তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন 

তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে

হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন 

 

তুমি পর্দা টেনো না আধাঁর নেমে যাবে

পাগল হলে নাকি আর আমার কি হবে 

আমার যে কি হবে আমার কি হবে