Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে) lyrics (Primary language)
কি সহজ ভুলতে পারা তাই না
পাঁজরে বিঁধছে যে আলপিন
মন আমার মশাল শরীর জ্বলে
পুড়ে যাক পৃথিবী রাত দিন
যে কথায় কবিতা জন্মাত
সে কথায় শিরায় শিরায় বিষ
এক একটা কথার ছোবলে
কবিতার খাতা পুড়িযে দিস
সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ
সাধ হয় তোকেও জ্বালাই
জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন
চাই না বাজে খরচা তাই
বুকের এ খাঁচায় জ্বলুক আগুন
ভালোবাসা সর্বনাশা হায়
এতদিনে বুঝতে পারি ভাষা
তোর এবার নতুন বাসা চাই
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা যা খুঁজে নে অন্য কোন বাসা
খুঁজে নে অন্য কোন মন
ভুলে যা বন্য ভালোবাসা
যা যা পাখি উড়তে দিলাম তোকে
এক একটি দিন এক একটা রাত
ফিরে গেছি রোজ রোজ বাড়িয়েছি হাত
তোকে ধরে রাখতে চেয়ে হায়
দারুন দুপুর ধূসর বিকেল
সর্বশান্ত সন্ধ্যায় (২)
এ বুকে আকাশ রেখেছিলাম
এ শরীর অশান্ত জঙ্গল
খোলা মনে উড়তে পারলি না
এ মনের তুই কি পাবি তল
খোলা মনে উড়তে পারলি না
এ মনের তুই কি পাবি তল
যা যা পাখি উড়তে দিলাম তোকে যা
খুঁজে নে অন্য কোন বাসা
খুঁজে নে গৃহস্থ জীবন
ভুলে যা বন্য ভালোবাসা
যা যা পাখি উড়তে দিলাম তোকে যা
এ বুকে বন্দী কি জানি না
জানি না কি সুখ আছে রাখা
শুধু ভাবি তখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা
শুধু ভাবি তখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা
জঙ্গলী পাখির পালক পরে
ধরা পড়ে আর পেলি না পার
আসমান ভুলে খুঁজিস খাঁচা
জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়
যা যা পাখি উড়তে দিলাম তোকে যা
খুঁজে নে অন্য কোন বাসা
সুখে থাক শেকল বেঁধে মনে
ভুলে যা বন্য ভালোবাসা যা
যা যা যা যা পাখি উড়তে দিলাম তোকে