Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে) Lyrics - Silajit Majumdar

Collection Silajit Majumdar

Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে) Lyrics

 Sayandweep   292


Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে) lyrics (Primary language)
Ja Pakhi Urte Dilam Toke (যা পাখি উড়তে দিলাম তোকে) lyrics in English

কি সহজ ভুলতে পারা তাই না 

পাঁজরে বিঁধছে যে আলপিন

মন আমার মশাল শরীর জ্বলে

পুড়ে যাক পৃথিবী রাত দিন 

 

যে কথায় কবিতা জন্মাত

সে কথায় শিরায় শিরায় বিষ

এক একটা কথার ছোবলে

কবিতার খাতা পুড়িযে দিস 

 

সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ

সাধ হয় তোকেও জ্বালাই

জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন

চাই না বাজে খরচা তাই 

 

বুকের এ খাঁচায় জ্বলুক আগুন

ভালোবাসা সর্বনাশা হায়

এতদিনে বুঝতে পারি ভাষা

তোর এবার নতুন বাসা চাই 

 

যা যা পাখি উড়তে দিলাম তোকে

যা যা যা খুঁজে নে অন্য কোন বাসা

খুঁজে নে অন্য কোন মন

ভুলে যা বন্য ভালোবাসা 

যা যা পাখি উড়তে দিলাম তোকে 

 

এক একটি দিন এক একটা রাত

ফিরে গেছি রোজ রোজ বাড়িয়েছি হাত

তোকে ধরে রাখতে চেয়ে হায়

দারুন দুপুর ধূসর বিকেল 

সর্বশান্ত সন্ধ্যায় (২)

 

এ বুকে আকাশ রেখেছিলাম

এ শরীর অশান্ত জঙ্গল

খোলা মনে উড়তে পারলি না

এ মনের তুই কি পাবি তল 

খোলা মনে উড়তে পারলি না

এ মনের তুই কি পাবি তল 

যা যা পাখি উড়তে দিলাম তোকে যা

খুঁজে নে অন্য কোন বাসা

খুঁজে নে গৃহস্থ জীবন 

ভুলে যা বন্য ভালোবাসা 

যা যা পাখি উড়তে দিলাম তোকে যা 

 

এ বুকে বন্দী কি জানি না

জানি না কি সুখ আছে রাখা

শুধু ভাবি তখন ফিরে এলে

এ খাঁচা পাবি কি আর ফাঁকা 

শুধু ভাবি তখন ফিরে এলে

এ খাঁচা পাবি কি আর ফাঁকা 

 

জঙ্গলী পাখির পালক পরে 

ধরা পড়ে আর পেলি না পার

আসমান ভুলে খুঁজিস খাঁচা

জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়

যা যা পাখি উড়তে দিলাম তোকে যা

খুঁজে নে অন্য কোন বাসা

সুখে থাক শেকল বেঁধে মনে

ভুলে যা বন্য ভালোবাসা যা

যা যা যা যা পাখি উড়তে দিলাম তোকে