Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Palash (পলাশ) Lyrics - Shyamoshree Saha

Collection Shyamoshree Saha

Palash (পলাশ) Lyrics

 Sayandweep   305


Palash (পলাশ) lyrics (Primary language)

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোটোবেলা থেকে,

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোটোবেলা থেকে। 

লিলুয়া বাতাসে মেশে 

লিলুয়া .. লিলুয়া ..

লিলুয়া বাতাসে মেশে 

নোলোকের মাস,

লিলুয়া বাতাসে মেশে 

নোলোকের মাস,

আলোর আলাপে লীন নদী আর ঘাস

আলোর আলাপে লীন নদী আর ঘাস। 

 

চুপিচুপি হাসে প্রত্যেকে 

চুপিচুপি হাসে প্রত্যেকে,

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোটবেলা থেকে। 

শেষ হলে আলাপের বেলা 

তার বালুচোরি অবহেলা,

শেষ হলে আলাপের বেলা 

তার বালুচোরি অবহেলা,

হরিনের হিসেব মেলায়

হরিনের হিসেব মেলায়,

আলেয়া জ্বালাই চোখে চোখে রেখে,

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোটো বেলা থেকে,

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোটোবেলা থেকে। 

 

লিলুয়া বাতাসে মেশে 

নোলোকের মাস,

আলোর আলাপে লীন নদী আর ঘাস,

কে যে তাকে পলাশ পাঠায় 

ছোট বেলা থেকে, 

কে যে

তাকে পলাশ পাঠায়। 

Palash (পলাশ) lyrics in English

Ke je taake palash pathay

Chotobela theke

Liluya batase meshe noloker mas

Aalor aalape leen nodi aar ghash

Chupichupi haase protyeke

Ke je taake polash pathay 

chotobele theke 

Sesh hole alaper bela

Taar baluchori obohela

Horiner hiseb melay

Aleya jwalai chokhe chokh rekhe

Ke je take palash pathay

Chotobela theke