Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ami Jhorer Kache Rekhe Gelam (ঝড়ের কাছে রেখে গেলাম) Lyrics - Hemanta Mukherjee

Collection Hemanta Mukherjee

Ami Jhorer Kache Rekhe Gelam (ঝড়ের কাছে রেখে গেলাম) Lyrics

 Sayandweep   446


Ami Jhorer Kache Rekhe Gelam (ঝড়ের কাছে রেখে গেলাম) lyrics (Primary language)
Ami Jhorer Kache Rekhe Gelam (ঝড়ের কাছে রেখে গেলাম) lyrics in English

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,

আমি কাঁদলাম, বহু হাসলাম

এই জীবন জোয়ারে ভাসলাম,

আমি বন্যার কাছে ঘূর্ণীর কাছে রাখলাম নিশানা

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।। 

 

কখন জানি না সে

তুমি আমার জীবনে এসে,

যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে

শুধু হেসে, ভালোবেসে। 

কখন জানি না সে

তুমি আমার জীবনে এসে,

যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকূলে ভেসে

শুধু হেসে, ভালোবেসে। 

 

যত যতনে সাজানো স্বপ্ন

হলো সকলই নিমেষে ভগ্ন,

আমি দূর্বার স্রোতে ভাসলাম

তরী অজানায় নিশানা ..

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।। 

 

ওগো ঝরা পাতা

যদি আবার কখনো ডাকো,

সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো

যদি ডাকো, যদি ডাকো। 

ওগো ঝরা পাতা

যদি আবার কখনো ডাকো,

সেই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো

যদি ডাকো, যদি ডাকো। 

 

আমি আবার কাঁদবো হাসবো

এই জীবন জোয়ারে ভাসবো,

আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে

রেখে যাবো নিশানা ..

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,

আমি কাঁদলাম, বহু হাসলাম

এই জীবন জোয়ারে ভাসলাম,

আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা

 

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।।