Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ami Tor Lyrics (আমি তোর) Lyrics - Javed Ali

Collection Javed Ali

Ami Tor Lyrics (আমি তোর) Lyrics

 Lyrics Forest   1136


Ami Tor Lyrics (আমি তোর) lyrics (Primary language)

চল নিয়ে যাবো তোকে 

সেই মায়াবী দেশে সাজবি আবীরে,

চল নিয়ে যাবো তোকে

আয়না ঝর্ণা হয়ে ভাসবি আদরে।


জানবে ঠিক এই হাওয়া এই শহর

আজ থেকে তুই আমার, আমি তোর,

জানবে ঠিক এই হাওয়া এই শহর

আজ থেকে তুই আমার, আমি তোর। 


চল নিয়ে যাবো তোকে

সেই মায়াবী দেশে সাজবি আবীরে..


কতো কিছুই বলি চোখে

সুতো ছাড়া বাঁধি তোকে,

সিঁদুরে রাঙিয়ে দেবো কথা মতো

বাহারে ছড়িয়ে দেবো কলি যতো। 

এক সাথে হোক শুরু এই শপথ

আজ থেকে তুই আমার আমি তোর,

জানবে ঠিক এই হাওয়া এই শহর

আজ থেকে তুই আমার আমি তোর। 


রুপকথারাও ঈর্ষা করে

ডাকিস যখন নামটা ধরে,

দুজনে পেরিয়ে যাবো অনেক ঝড় ও 

কখনো পাখিই হবে আমারদেরও। 


সঙ্গে থাক সবসময় আট-প্রহর

আজ থেকে তুই আমার আমি তোর,

জানবে ঠিক এই হাওয়া এই শহর

আজ থেকে তুই আমার আমি তোর। 

Ami Tor Lyrics (আমি তোর) lyrics in English

Chol niye jabo toke

Sei mayabi deshe sajbi abire

Chol niye jabo toke

Aayna jhorna hoye bhasbi adore

Janbe thik ei hawa ei shohor

Aaj theke tui amar ami tor

Koto kichui boli chokhe

Suto chara bandhi toke

Sindure rangiye debo kotha moto

Bahare choriye debo koli joto

Eksathe hok shuru ei shopoth

Aaj theke tui amar ami tor