Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tui Chhnuli Jokhon Lyrics (তুই ছুঁলি যখন) Mekhla Dasgupta Lyrics - Mekhla Dasgupta

Collection Mekhla Dasgupta

Tui Chhnuli Jokhon Lyrics (তুই ছুঁলি যখন) Mekhla Dasgupta Lyrics

 Lyrics Forest   682


Tui Chhnuli Jokhon Lyrics (তুই ছুঁলি যখন) Mekhla Dasgupta lyrics (Primary language)

এই মনের গহীনে কে যেন ডেকে যায়

কার্নিশে ভেজা রোদ কত কি বলে যায়,

খুব একা যেন এ ফেলে আসা মন

তোর নিবিড়ে হারায়,

তুই ছুঁলি যখন ..

এই মনের গহীনে কে যেন ডেকে যায়। 

 

এই মন বোঝে শুধু দুচোখের নীরবতা

এই মন বোঝে শুধু দুচোখের নীরবতা,

স্মৃতি জমে, জমে হয়ে গেছে রূপকথা।

তোর নামে যদি ফিরে আসে সময়

চেনা স্রোতে ভেসে মন ..

ডুবে যাবে অথই,

এই মন বোঝে শুধু দুচোখের নীরবতা। 

আছি তোর অপেক্ষায়

আসবি তুই কবে আবার ?

আছি তোর অপেক্ষায়

আসবি তুই কবে আবার ?

খুঁজি শুধু তোকেই

সব ভুলে আমি কার ?

 

এই মনের গহীনে কে যেন ডেকে যায়

কার্নিশে ভেজা রোদ কত কি বলে যায়,

খুব একা যেন এ ফেলে আসা মন

তোর নিবিড়ে হারায়,

তুই ছুঁলি যখন ..

এই মনের গহীনে কে যেন ডেকে যায়। 

 

Tui Chhnuli Jokhon Lyrics (তুই ছুঁলি যখন) Mekhla Dasgupta lyrics in English

Ei moner gohine ke jeno deke jaay

Karnishe veja rode koto ki bole jaay

Khub eka jeno e fele asha mon

Tor nibire haray tui chuli jokhon

 

Ei mon bojhe shudhu duchokher nirobota

Smriti jome jome hoye geche rupkotha

Tor naame jodi phire ashe somoy

Chena srotey bhese mon

Dube jaabe othoi

 

Achi tor opekkhay

AShbi tui kobe abar

Khuji shudhu tokei

Shob bhule ami kaar