Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Kolkata Chalantika Title Song Lyrics (কলকাতা চলন্তিকা) Ranajoy Bhattacharjee Lyrics - Ranajoy Bhattacharjee

Collection Ranajoy Bhattacharjee

Kolkata Chalantika Title Song Lyrics (কলকাতা চলন্তিকা) Ranajoy Bhattacharjee Lyrics

 Lyrics Forest   895


Kolkata Chalantika Title Song Lyrics (কলকাতা চলন্তিকা) Ranajoy Bhattacharjee lyrics (Primary language)

ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম  

চোখ মেলে তাকায় এ' ময়দান,

ট্রামের গুমটিগুলো গুমসুম

গঙ্গার ঘাটে ভোরের স্নান। 

 

ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম  

চোখ মেলে তাকায় এ' ময়দান,

ট্রামের গুমটিগুলো গুমসুম

গঙ্গার ঘাটে ভোরের স্নান।

 

হলুদ ট্যাক্সি পথ চায়

মহীনের ঘোড়া দিলো ছুট,

ভিড় ঠেলে ধর্মতলায়

এ জীবন খোঁজে বাসরুট। 

 

মিলে শঙ্খ আর আজান

একই সুর পাড়ায় পাড়ায়,

প্রেম হোক, কলরব হোক 

কলকাতা চলন্তিকায়।।

পাশ ফেরে ফ্ল্যাইওভার

হাত ধরে হাট-বাজার,

কাঁধ মেলায় আদমি-ইমারত। 

দল বেঁধে বারো মাস

কেউ দাবা, কেউ বা তাস,

ঘর কারও বহুতল, কারও পথ। 

 

সব দুঃখ সারে, সুখ তো বাড়ে বহরে, 

আট থেকে আশি মাখছে হাসি 

শহরে, শহরে ..

 

পাঁচমাথা মোড়ে নেতাজির

ছুটি নেই ব্যস্ত ট্র‍্যাফিক,

কাজে মন ডালহৌসির

বইপাড়া লোকে থিকথিক। 

 

মিলে শঙ্খ আর আজান

একই সুর পাড়ায় পাড়ায়,

প্রেম হোক, কলরব হোক 

কলকাতা চলন্তিকায়।।

Kolkata Chalantika Title Song Lyrics (কলকাতা চলন্তিকা) Ranajoy Bhattacharjee lyrics in English

Train er banshite ghum vange

Chokh mele takay e moydaan

Tram er gumti gulo gumshum

Gongar ghate bhorer snan

 

Holud taxi poth chaay

Mohiner ghora dilo chut

Bhir thele dharmatalay

E jibon khoje bus route

 

Miley shonkho aar ajaan

Eki sur hokh paray paray

Prem hok kolorob hok

Kolkata chalantikay

 

Pash fere flyover

Haat dhore haat bazaar

Kandh melay aadmi imarat

Dol bendhe baromash

Keu daba keu ba tash

Ghor kaaro bohutol kaaro poth

 

Sob dukkho sare sukh toh bare bohore

Aat theke ashi makhche hasi

Shohore shohore

 

Panchmatha more netajir

Chuti nei besto traffic

Kaaje mon dalhousie

Boipara loke theektheek