মেঘ জমানো জল
দুজনে সঙ্গে ভিজি চল,
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল,
মেঘ জমানো জল
দুজনে সঙ্গে ভিজি চল,
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি ?
আধভেজা প্রহর প্রেমের গন্ধে ভাসে তোর
স্বপ্ন কে জানে না কি সত্যি কোনো ভোর,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি?
তোরই প্রেমের কি উষ্ণতায় ঘিরে
আমার এ শহর,
হুম.. মেঘের খামে লিখে দিলাম
তাইতো এ মনের খবর।
বুঝেনিতে .. অল্প কাছে যায়
এভাবে .. দূরে কি থাকা যায়?
চুপিসারে .. আমাকে লুকিয়ে বলে দে,
বলে দে ...
মেঘ জমানো জল
দুজনে সঙ্গে ভিজি চল,
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি,
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি ?