Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Joraye Ache Badha (জড়ায়ে আছে) Lyrics - Susmita Patra

Collection Susmita Patra

Joraye Ache Badha (জড়ায়ে আছে) Lyrics

 Sayandweep   266


Joraye Ache Badha (জড়ায়ে আছে) lyrics (Primary language)

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

মুক্তি চাহিবারে তোমার কাছে যাই

চাহিতে গেলে মরি লাজে।

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

 

জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম

এমন ধন আর নাহি যে তোমা সম,

জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম

এমন ধন আর নাহি যে তোমা সম,

তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা

ফেলিয়া দিতে পারি না যে। 

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

 

তোমারে আবরিয়া, ধুলাতে ঢাকে হিয়া

মরণ আনে রাশি রাশি,

আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি

তবুও তাই ভালোবাসি।

 

এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি

কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,

এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি

কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,

আমার ভালো তাই চাহিতে যবে যাই

ভয় যে আসে মনোমাঝে। 

 

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

মুক্তি চাহিবারে তোমার কাছে যাই

চাহিতে গেলে মরি লাজে।

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

Joraye Ache Badha (জড়ায়ে আছে) lyrics in English

Jaraye achhe badha Charaye jete chai

Charate gele byatha baaje

Mukti chahibare tomar kache jai

Chahite gele mori laaje

Joraye achhe badha Charaye jete chai

Jani hey momo jibone shreyotomo

Emon dhon aar nahi je toma somo

Tobu ja vangachora ghorete ache pora

Feliya dite pari na je

Joraye ache badha Charaye jete chai

Tomare aboriya dhulate dhake hiya

Moron aane rashi rashi

Ami je praan bhori tader ghrina kori

Tobuo tai valobashi

Etoi ache baki jomeche eto fanki

Koto je bifolota koto je dhakadhaki

Amar valo tai chahite jobe jai

Bhoy se ashe monomajhe

Jaraye ache badha Charaye jete chai