Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Basibo Valo Shudhu Tomare (বাসিব ভালো শুধু তোমারে) Lyrics - Imran Mahmudul

Collection Imran Mahmudul

Basibo Valo Shudhu Tomare (বাসিব ভালো শুধু তোমারে) Lyrics

 Sayandweep   223


Basibo Valo Shudhu Tomare (বাসিব ভালো শুধু তোমারে) lyrics (Primary language)

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে রাখিব খুব আদরে 

হো.. সখি তোমারে রাখিব খুব আদরে। 

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে।। 

 

কি জাদু করেছো, কি মায়া করেছো 

পারিনা তোমারে ভুলিতে,

চোখেরই কাজলে, সুখেরই আঁচলে 

রয়েছো মিশে তুমি প্রাণেতে। 

 

জনমে জনমে তোমারে গো চাই 

মরণেও পাই যেন ওপারে ..

সখি তোমারে বাঁধিবো, তোমারই থাকিবো

বাসিবো ভালো শুধু তোমারে।। 

 

ডুবিলে ডুবিবো, ভাসিলে ভাসিবো 

তোমারই দু হাত ধরিয়া,

মরিলে মরিবো, বাঁচিলে বাঁচিবো 

কখনো যাবো না ছাড়িয়া। 

 

জনমে জনমে তোমারে গো চাই 

মরণেও পাই যেন ওপারে ..

 

সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

বাসিব ভালো শুধু তো

মারে,

বাসিব ভালো শুধু তোমারে।। 

Basibo Valo Shudhu Tomare (বাসিব ভালো শুধু তোমারে) lyrics in English

Sokhi tomare bandhibo tomari thakibo

Basibo valo shudhu tomare

Sokhi tomare rakhibo khub adore

Sokhi tomare bandhibo tomari thakibo

Basibo bhalo shudhu tomare

Ki jadu korecho ki maya korecho

Parina tomare bhulite

Chokheri kajole sukheri anchole

Royecho mishe tumi praanete

Jonome jonome tomare go chai

Moroneo pai jeno opare

Dubile dubibo vasile vasibo

Tomari du haat dhoriya

Morile moribo banchile banchibo

Kokhono jabo na chariya

Sokha tomare bandhibo tomari thakibo

Basibo valo sudhu tomare