Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Odrissho Nupur Lyrics (অদৃশ্য নূপুর) Liza Bangla Song Lyrics - Liza

Collection Liza

Odrissho Nupur Lyrics (অদৃশ্য নূপুর) Liza Bangla Song Lyrics

 Lyrics Forest   532


Odrissho Nupur Lyrics (অদৃশ্য নূপুর) Liza Bangla Song lyrics (Primary language)

একটু ভালোবাসা চাইছি দিতে পারো

আবার একটু কষ্ট দিলে সইবো আবারো,

তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে

চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে। 


তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা 

ভালোবাসাটা তুমি তোমার মতই করো,

হুঁ.. একটু ভালোবাসা চাইছি দিতে পারো

আবার একটু কষ্ট দিলে সইবো আবারো। 


আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার 

রিনঝিন রিনঝিন, রিনঝিন রিনঝিন,

আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার 

রিনঝিন রিনঝিন, রিনঝিন রিনঝিন,

রাতজাগা প্রহর কুয়াশা ভরা ভোর

আমার আদর তোমার কাছে 

হারিয়ে যাওয়া কোন স্বপ্ন এলোমেলো,

আঁকা বাঁকা সব হয়েছিলো যেন 

ভাগ্য বদলে এখন তুই অন্য কারো,

রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন 

রিনঝিন রিনঝিন, রিনঝিন রিনঝিন। 

ভালোবাসা তোমার আমার মিছে আশা 

ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা,

হুঁ.. ভালোবাসা তোমার আমার মিছে আশা 

ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা,

যতক্ষণ আমি ছিলাম পাশে 

যে ভলোবাসা বেসেছো আমাকে,

হতাশা এ মন কষ্টে এলোমেলো,

বোঝা হলো ভুল অনেক সময়ের পরে 

আমি কার তুমি কার,

রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন 

রিনঝিন রিনঝিন, রিনঝিন রিনঝিন। 


একটু ভালোবাসা চাইছি দিতে পারো

আবার একটু কষ্ট দিলে সইবো আবারও,

তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে

চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে। 


তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা 

ভালোবাসাটা তুমি তোমার মতোই করো,

হুঁ.. একটু ভালোবাসা চাইছি দিতে পারো

আবার একটু কষ্ট দিলে সইবো আবারো। 

Odrissho Nupur Lyrics (অদৃশ্য নূপুর) Liza Bangla Song lyrics in English

Ektu valobasha chaichi dite paro

Abarektu kosto dile soibo abaro

TUmi chaile ami chand hobo neel akashe

Chaile ami megh hoye brishti hobo onayashe


TUmi chaile ami pabona je tomar valobasha

Valobasha ta tumi tomar motoi koro


Aalta paaye nupur bejechilo amar

Rinjhin Rinjhin, Rinjhin Rinjhin 

Raatjaga prohor kuasha bhora bhor

Amar ador tomar kache

Hariye jaowa kon shopno elomelo

Aka baka sob hoyechilo jeno

Bhaggo bodle ekhon tui onno karo

Rinjhin Rinjhin nupur paaye jeno


Bhalobasha tomar amar michey asha

Chilam ami tomar khonik piyasha

Jotokkhon ami chilam pashe

Je valobasha besecho amake

Hotasha e mon koste elomelo

Bojha holo bhul onek somoyer pore

Ami kar tumi kar

Rinjhin Rinjhin nupur paaye jeno