Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta Songs Lyrics - Mekhla Dasgupta

Collection Mekhla Dasgupta

Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta Songs Lyrics

 Lyrics Forest   596


Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta Songs lyrics (Primary language)

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি

চলো দেখি ঘাসের ঠোঁঠে

শিশির কণার হাঁসি

চলো দেখি ঘাসের ঠোঁঠে

শিশির কণার হাঁসি

চলো আবার নতুন করে বলি ভালোবাসি

চলো আবার নতুন করে বলি ভালোবাসি

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

 

এই বদ্ধ জীবন স্তব্ধ সময়

আর ভালো লাগে না

 স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না

এই বদ্ধ জীবন স্তব্ধ সময়

আর ভালো লাগে না

 স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না

হৃদয় কে ছোঁয় না হৃদয়

থেকেও পাশাপাশি

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

 

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে

সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না

আমায় আরও কাছে পেতে

করো না ছলনা

 

সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না

আমায় আরও কাছে পেতে

করো না ছলনা

বলো না তুমি আমায় গল্প রাশি রাশি

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি

চলো দেখি ঘাসের ঠোঁঠে

শিশির কণার হাঁসি

চলো আবার নতুন করে বলি ভালোবাসি

চলো আবার নতুন করে বলি ভালোবাসি

চলো আবার নতুন করে বলি ভালোবাসি

Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta Songs lyrics in English

Cholo jai, akash chhuye aasi

Cholo jai, megher sathe vasi

Cholo dekhi ghaser thotey

Shishir konar haasi

Cholo abar notun kore boli valobasi

 

Ei boddho jibon stobdho somoy

Ar valo lage na

Swapno dekhar ichhe gulo

Aar mone jage na

Hridoy ke chhnoy na hridoy

Thekeo pasapasi

 

Sei rode pora brishti veja ovimani mone

Lage na aar khushir dola dekhar shihorone

 

Sei agae rmoto achhe tara 

Aar tumi bolo na

Amay aro kache pete

Koro na chholona