Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Banya Banya E Aranya Lyrics (বন্য বন্য এ অরণ্য ভালো) Arati Mukherjee Lyrics - Dev Arijit and Amrita De

Collection Dev Arijit and Amrita De

Banya Banya E Aranya Lyrics (বন্য বন্য এ অরণ্য ভালো) Arati Mukherjee Lyrics

 Lyrics Forest   1234


Banya Banya E Aranya Lyrics (বন্য বন্য এ অরণ্য ভালো) Arati Mukherjee lyrics (Primary language)

বন্য বন্য এ অরণ্য ভালো

বন্য বন্য এ অরণ্য ভালো

অন্ধকারে সূর্য সোনা আলো

অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে

কী পাবে, নিজেকে হারাবে, লা লা লা লা

 

বন্ধ ঘরে ঘুরে ফিরে যাবো না আর হারিয়ে

স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে

ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে ডেকো না

না, না, না, না, না, না, না, না, না, না, না, না

ডেকো না, ডেকো না

বন্য বন্য এ অরণ্য ভালো

বন্য বন্য এ অরণ্য ভালো

অন্ধকারে সূর্য সোনা আলো

অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে

কী পাবে, নিজেকে হারাবে, লা লা লা লা

 

অন্ধ লোভে লোকালয়ে থাকে তোমরা জড়িয়ে

শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে

অনেকটা পথ পার হয়েছি থমকে যাব ভেবো না

না, না, না, না, না, না, না, না, না, না, না, না

ভেবো না, ভেবো না

বন্য বন্য এ অরণ্য ভালো

বন্য বন্য এ অরণ্য ভালো

অন্ধকারে সূর্য সোনা আলো

অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে

কী পাবে, নিজেকে হারাবে, লা লা লা লা

Banya Banya E Aranya Lyrics (বন্য বন্য এ অরণ্য ভালো) Arati Mukherjee lyrics in English
Not Available